বুধবার , ২৭ জুলাই ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

চীনের উহানে ফের করোনার হানা, ৩ দিন সব কিছু বন্ধ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ২৭, ২০২২ ৭:০৬ পূর্বাহ্ণ

চীনের হুবেই প্রদেশের উহান শহরে আবার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে নতুন করে চারজনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে।  খবর আলজাজিরার।

এ কারণে বুধবার থেকে পরবর্তী তিন দিন হাটবাজার থেকে শুরু করে যানবাহন সব কিছু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এ তিন দিন কাউকে উহান থেকে বাইরে যেতে এবং বাইরে থেকে উহান আসতে নিষেধ করা হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর কঠোর বিধিনিষেধের মাধ্যমে বেইজিং করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কিন্তু নতুন করে আবারও সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

উহানের ১ কোটি ১০ লাখ জনসংখ্যার প্রত্যেককে আবারও করোনা পরীক্ষার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

facebook sharing button

সর্বশেষ - সারাদেশ