বলিউডের অন্যতম বিতর্কিতদের মধ্যে একজন কামাল রশিদ খান (কেআরকে)। বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্য করে থাকেন আলোচনায়। সম্প্রতি ভারতের বাইরে গিয়েছিলেন এ অভিনেতা।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে মুম্বাই বিমানবন্দরে নামার পর তাকে গ্রেফতার করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন মুম্বাই পুলিশ। আজ তাকে মুম্বাইয়ের বোরিভালি আদালতে পেশ করা হবে।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, ‘দুই বছরের পুরনো এক টুইটের কারণে গ্রেফতার হন তিনি। আরও জানা যায়, তিনি সর্বশেষ অনুষ্কা-বিরাটকে নিয়ে টুইট করে সমালোচিত হয়েছিলেন। অভিনেতা টুইটারে লিখেছেন, বিরাটের মনে ডিপ্রেশনের সমস্যা ঢুকিয়েছেন অনুষ্কা।
তবে এ অভিনেতা ‘বিগ বস থ্রি’র প্রতিযোগী ছিলেন। বলিউড তারকাদের নিয়ে সমালোচনার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন কয়েকটি হিন্দি ও ভোজপুরি সিনেমায়।