শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, তালেবান নেতাসহ নিহত অন্তত ১৮

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ

আফগানিস্তানের পশ্চিমে হেরাত শহরের একটি মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থী এক প্রভাবশালী নেতাসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। আজ শুক্রবার জুমার নামাজের সময় গুজরগাহ মসজিদে এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র হামিদুল্লাহ মোতাওয়াকেল বলেছেন, ‘এ ঘটনায় ১৮ জন শহীদ হয়েছেন এবং আরো ২৩ জন আহত হয়েছেন। ‘

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি বলেছেন, ‘মুজিব রহমান আনসারি কয়েকজন রক্ষী ও বেসামরিক লোকদের নিয়ে মসজিদের দিকে যাওয়ার পথে নিহত হন। ‘

রাসুলি আরো বলেছেন, আনসারি বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী তার হাতে চুম্বন করতে গিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে।

বোমা হামলার পেছনে থাকা অপরাধীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এক টুইটে তিনি বলেছেন, ‘দেশের বলিষ্ঠ ও সাহসী এক ধর্মীয় পণ্ডিত নৃশংস হামলায় শহীদ হয়েছেন। ‘

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন তালেবান কর্মকর্তা আব্দুল নাফি তাকোর। তবে সেখানে কতজন নিহত এবং আহত হয়েছেন সে ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে মসজিদ প্রাঙ্গণের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

প্রসঙ্গত, গত জুনের শেষের দিকে মুজিব রহমান আনসারি এক বিশাল সমাবেশে তালেবানের পক্ষে জোরালোভাবে কথা বলেছিলেন। সেখানে তালেবান প্রশাসনের বিরোধীদের তীব্র ভাষায় নিন্দা করেছিলেন তিনি।

সূত্র : আলজাজিরা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত