রাজশাহীর তানোর উপজেলা ক্যাম্পাসের পশ্চিম দিকের সীমানা প্রাচীর সংলগ্ন ঝুলে থাকা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার উপজেলা ক্যাম্পাসের সীমানা প্রাচীর সংলগ্ন বাঁশঝাড়ের ভেতরে মৃত মোস্তাফা মিস্ত্রীর বাড়ির বারান্দায় ঝুলে ছিল ওই অজ্ঞাত যুবকের মরদেহ।
জানা যায়, গত তিন দিন ধরে মরদেহ থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু করে। কিন্তু বুধবার দুপুরের আগ থেকে বিকট গন্ধ বের হতে থাকে। এতে সন্দেহ হলে স্থানীয়রা ইটের ফাঁক দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
অজ্ঞাত যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।