সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফারুক নেওয়াজ মনি মারা গেছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একেএম আমিন উদ্দিন মানিক।
তবে কী কারণে তিনি মারা গেছেন তা জানা যায়নি। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন অ্যাডভোকেট ফারুক নেওয়াজ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে এখনো নামাজের সময় নির্ধারিত হয়নি।
অ্যাডভোকেট ফারুক নেওয়াজ মনির স্ত্রী ইসরাত জাহান কনক একজন অতিরিক্ত জেলা জজ। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গারর দর্শনায়।
ফারুক নেওয়াজ মনির মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দীন ফকির ও সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।