বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

স্বাধীনতা ফোরামের স্মরণসভা অসুস্থ বোধ করায় যোগ দেননি মির্জা ফখরুল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২২ ৮:১০ পূর্বাহ্ণ

অসুস্থতার কারণে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভায় যোগ দিতে পারেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল মির্জা ফখরুলের।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সহকারী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্যার অসুস্থ বোধ করছেন, বাসায় আছেন।’

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থতার কারণে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ’র সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, এলডিপি একাংশের শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত রয়েছেন।

সর্বশেষ - সারাদেশ