শুক্রবার , ৭ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

দেশে আজ গণতন্ত্র হুমকির মুখে: জেবেল গানি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৭, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ

দেশে রাজনৈতিক সংকট চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।

তিনি বলেন, রাজনৈতিক কারণে দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। জনগণ দুর্নীতি ও দুবৃর্ত্তায়নের কারণে অতিষ্ট। এ অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে প্রয়োজন বিকল্প দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি।

শুক্রবার (৭ অক্টোবর) নীলফামারীর ডিমলা ভবন প্রাঙ্গণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এদিন ডিমলা উপজেলার জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজুর নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী ন্যাপে যোগ দেন।

এসময় জেবেল রহমান গানি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার দায়িত্ব রাজনীতিকদের, বিশেষ করে যারা চালকের আসনে আছেন তাদের। আর গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে সেটা রাজনীতিকদের ভুল ও গোঁয়ার্তুমির কারণেই হয়।

গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার অন্যতম পূর্বশর্ত হলো সংলাপ-সমঝোতা ও পরমতসহিষ্ণুতা বলে জানান ন্যাপ চেয়ারম্যান।

তিনি বলেন, রাজনৈতিক নেতাদের দ্রুত সংলাপে বসে সংকটের সমাধান করতে হবে। দেশকে বিপর্যয় থেকে রক্ষা করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বর্তমানে দেশে এক ভয়াবহ রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। রাজনীতি শূন্য এই পরিস্থিতি কোনো অবস্থায়ই দেশের জন্য মঙ্গলজনক নয়।

তিনি বলেন, রাজনৈতিক শূন্যতার সুযোগে ধর্মান্ধ উগ্র শক্তি মাথাচাড়া দিয়ে উঠার সব লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে শাসক গোষ্ঠীসহ রাজনৈতিক শক্তিগুলোর কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না।

বাংলাদেশ ন্যাপ ডিমলা উপজেলা সমন্বয় কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক আবদুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য মোফাক্কারুল ইসলাম পেলবের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার মশিউর রহমান গানি, বক্তব্য রাখেন দলের প্রবীণ নেতা ওয়াহেদুর রহমান, লুৎফর রহমান প্রমুখ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ৭৬ হাজার পশু

মৌসুমীর জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটলেন ওমর সানি

অনিয়মে জর্জরিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি, অপসারণের সুপারিশ

মোখায় স্থগিত কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ২৭ মে

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সভা বৃহস্পতিবার

‘ঈদে কারও কিছু দিতে পারিনি, গাড়িভাড়া নিয়ে গ্রামে এসেছি’

নোয়াখালী-৫ কাদেরের আসনে ‘একরাম আতঙ্ক’, বিএনপিতে ‘শঙ্কা’ জামায়াত

আগামী বছর থেকে শনিবারও স্কুল খোলা থাকতে পারে: শিক্ষামন্ত্রী

ঘুমন্ত মা-বাবার পাশ থেকে ২১ দিনের শিশু চুরি

ইসলামী ব্যাংকের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ