‘গণতন্ত্রহীনতা আজ গ্রাস করেছে সর্বত্র। বর্তমান সরকার তথাকথিত উন্নয়নকে গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়েছে। সমাজের বেশিরভাগ অংশ সেই উন্নয়নের কোনো ফল ভোগ করতে পারছে না। দ্রব্যমূল্য-গ্যাস-বিদ্যুৎ-বাড়িভাড়া বাড়ছে প্রতিনিয়ত। তাই এসব শোষণ-বঞ্চনা, গণতন্ত্রহীনতা, বেকারত্বের বিরুদ্ধে দেশের সব যুবসমাজকে নিয়ে বাংলাদেশ যুব ইউনিয়নকে তার সর্বোচ্চ শক্তি নিয়ে অগ্রসর হওয়ার কোনো বিকল্প নেই।’
শুক্রবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রামে যুব ইউনিয়নের কোতোয়ালি থানা সম্মেলনে এস কথা বলেন বক্তারা। ‘কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামে জেগে ওঠো তারুণ্য’ এ স্লোগানকে সামনে রেখে কোতোয়ালি থানার হাজারী লেনে দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাশিদুল সামির ও সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
কোতোয়ালি থানার সভাপতি সুব্রত ধর মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রীতম চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বক্তারা বলেন, দেশের সবচেয়ে কর্মক্ষম জনগোষ্ঠী যুবসমাজ। কিন্তু এ যুবসমাজ বেকারত্বের অভিশাপে আজ নিদারুণ কষ্টে দিন পার করছে। স্বাধীনতা পরবর্তী কোনো সরকার যুবসমাজকে মানবসম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে কোনো সুপরিকল্পিত নীতি নিতে পারেনি।
সম্মেলনে রূপন কান্তি ধরকে সভাপতি এবং রবি শংকর সেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব ইউনিয়নের কোতোয়ালি থানা কমিটি গঠিত হয়।