সোমবার , ১৪ নভেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মেহেরপুরে বোমা সাদৃশ্য বস্তুর গায়ে লেখা কিশোর গ্যাং!

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৪, ২০২২ ৫:৫২ পূর্বাহ্ণ

মেহেরপুরের গাংনীর বামন্দী বাজার থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) সকালে বাজারের নাসিম ফল ভাণ্ডারের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

বোমাসদৃশ বস্তুটির গায়ে ‘সাবধান কিশোর গ্যাং’ লেখা রয়েছে। এছাড়াও চাঁদার দাবি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বাজারে বিভিন্ন দোকানে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ১২টা ৫০ মিনিটের দিকে নীল রঙের পোশাক ও মাফলার পরিহিত এক ব্যক্তি বোমাসাদৃশ্য বস্তুটি রেখে গেছেন। আতংক ছড়ানোর জন্য এটি রাখা হতে পারে বলে ব্যবসায়ীদের ধারণা।

বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইসরাফিল হোসেন জানান, সকালে ফল ব্যবসায়ী নাসিম বোমাসাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সেটি উদ্ধার করে পানিতে চুবিয়ে রাখা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ