সোমবার , ১৪ নভেম্বর ২০২২ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সত্যিই কি ইরানের বভার প্রতিরক্ষা ব্যবস্থা এত শক্তিশালী?

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৪, ২০২২ ৭:৪০ পূর্বাহ্ণ

দীর্ঘ ৩০৪ কিলোমিটার দূরের ড্রোনকেও লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে ইরানের বভার ৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা- এমন দাবি করেছে তেহরান।

ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম মুসাভি রবিবার এই দাবি করে বলেছেন, শত্রুর ড্রোনগুলো ইরানের বভার ৩৭৩ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্লার মধ্যেই রয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি বভার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় যে উন্নয়ন ঘটানো হয়েছে তা ইরানের জন্য বিশাল অর্জন। জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ইরানি বিশেষজ্ঞদের জ্ঞান এবং জটিল প্রযুক্তির অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে।ইরানের শীর্ষ পর্যায়ের এই সামরিক কমান্ডার বলেন, বলদর্পি পশ্চিমা গণমাধ্যম ইরানের এই প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে।

তিনি জানান, বভার ৩৭৩ প্রতিরক্ষা ব্যবস্থা ৩০৪ কিলোমিটার দূরের ড্রোনকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।

বভার ৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো উন্নত প্রযুক্তির ব্যবস্থা নির্মাণ করার জন্য ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী, সামরিক শিল্প এবং এর সাথে যে সমস্ত বিশ্ববিদ্যালয় জড়িত রয়েছে তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।

সূত্র: ইরনা

 

সর্বশেষ - সারাদেশ