নতুন রূপে যাত্রা শুরু করলো দেশীয় ই-কমার্স সাইট ‘এল আমোর’। সম্প্রতি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির এক্সপো জোনে ‘নভেম্বর রেইন ২’ কনসার্টে এল আমোর ডটকম ডটবিডির নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন করা হয়।
নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন করেন সংগীতশিল্পী ও এল আমোরের হেড অব বিজনেস নাদেদজা সুলতানা আর্নিক।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল আজম বলেন, ‘যে কোনো উদ্যোগের শুরু থেকেই কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আধুনিক জীবনে একজন মানুষের ফ্যাশন স্টেটমেন্ট তার সাফল্যের বার্তাও তুলে ধরে।’
তিনি বলেন, ‘স্টাইলের সঙ্গে স্কিলের মিলন—এ বিশ্বাসকে সামনে রেখে নতুন ভাবে যাত্রা শুরু করলো এল আমোর। আমি আশাবাদী, এল আমোরের নতুন যাত্রায় ফ্যাশনপ্রিয়রা আমাদের সঙ্গেই থাকবেন।’
২০১৪ সালে ফেসবুক কমার্স হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর ২০২০ সালে পূর্ণ ই-কমার্স সাইট হিসেবে আত্মপ্রকাশ করে। এখানে বিশ্বখ্যাত ব্র্যান্ড এবং দেশীয় সেরা ব্র্যান্ডগুলোর পণ্য পাওয়া যায়।
এল আমোরের বিদেশি ব্র্যান্ডের তালিকায় আছে—জিপ্পো, এক্স হেভেন, ক্রিস্টিয়ান ডিওর, জ্যা পল গল্টিয়ার, পাকো রাবান্নে, ক্রিড, রালফ লরেন, ভার্সাসি, ক্যারোলিনা হেরেরাসহ প্রায় ১৫০টি ব্র্যান্ড।
দেশি ব্র্যান্ডের মধ্যে আছে—রিগালস, হ্যাজেল, ক্রাফ্টসম্যান, পোস্টার আর্ট, বার্নিং স্টার, এসটিলো, এসএসবি লেদার, ডি-স্টাইল ফ্যাক্টরিসহ অনেক ব্র্যান্ড।
এসব দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্যতালিকায় আছে পারফিউম, ব্যাগ, জুতো, বেল্ট, ওয়ালেট, জুয়েলারি, কসমেটিক্স, ফ্যাশন এক্সেসরিজ, গৃহসজ্জার সামগ্রী ইত্যাদি।