রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কাতার ফুটবল বিশ্বকাপ ইসরায়েলি দর্শকদের পরিচয় গোপন রাখার আহ্বান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২০, ২০২২ ২:৪০ অপরাহ্ণ

ফিফা বিশ্বকাপ- ২০২২ উপভোগ করতে আসা ইসরায়েলি ফুটবলপ্রেমীদের পরিচয় গোপন রাখার আহ্বান জানিয়েছে কাতার কর্তৃপক্ষ। কূটনৈতিক সম্পর্ক না থাকায় ও কট্টর মুসলিম দেশ হওয়ায় ফিফার অনুরোধে এ আহ্বান জানিয়েছে কাতার।

জমকালো আয়োজনে রোববার রাতে পর্দা উঠছে কাতার বিশ্বকাপে। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই স্বাগতিক কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। মহা এ আয়োজন উপভোগ করতে সারাবিশ্বের বিভিন্ন দেশের মতো, ইসরায়েল থেকেও আসছেন অনেকে।

জানা গেছে, কূটনৈতিক সম্পর্ক না থাকায় ফিফার অনুরোধে ইসরায়েলিদের বিশেষভাবে কাতার আসার সুযোগ দিয়েছে আল থানি প্রশাসন। তেল আবিব থেকে সরাসরি চাটার্ড প্লেনে করে কাতারের রাজধানী দোহায় আসবেন ইসরায়েলি নাগরিকরা।

এরই মধ্যে রোববার তেল আবিব থেকে প্রথম ফ্লাইটটি দোহার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে। এদিকে, বিশ্বকাপ উপলক্ষে চার হাজার ইসরায়েলি ও আট হাজার ফিলিস্তিনিকে কাতার ভ্রমণের ভিসা দেওয়া হয়েছে।

কাতার প্রশাসন জানায়, নিরাপত্তার কথা মাথায় রেখেই ইসরায়েলি নাগরিকদের পরিচয় গোপন রাখার অনুরোধ জানানো হয়েছে।

তবে কাতারে আসা নাগরিকদের নিয়ে চিন্তায় পড়েছে ইসরায়েল সরকার। নেতানিয়ানহু প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের কট্টর মুসলিম দেশ কাতারের নিয়ম-নীতি ও আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েল প্রশাসনের দাবি, তাদের মূল চিন্তার কারণ হলো- ‘শত্রু দেশ’ ইরান। সেখান থেকে হাজার হাজার দর্শক আসবেন কাতারে। পরিচয় জানতে পারলে ইসরায়েলিদের ওপর হামলা চালাতে পারেন ইরানিরা।

জানা গেছে, বিশ্বকাপ উপভোগ করতে যাওয়া নাগরিকদের কাতারি আইন সম্পর্কে ধারণা ও বিভিন্ন দিক-নির্দেশনামূলক তথ্য দিতে ওয়েবসাইট খুলেছে ইসরায়েল সরকার। যেখানে বিশেষ করে সতর্ক করা হয়েছে প্রকাশ্যে মদ্যপান ও সমকামিতা নিয়ে। কাতারে অবস্থানকালীন এ দুটি কাজ থেকে পুরোপুরি বিরত থাকতে বলা হয়েছে ইসরায়েলি ফুটবলভক্তদের।

ইসরায়েলের জ্যেষ্ঠ কূটনীতিক লিয়র হায়াত কাতারগামী নাগরিকদের সতর্ক করে বলেন, ইরানের দল বিশ্বকাপে থাকবে। আমরা ধারণা করছি- অন্তত লাখ খানেক ইরানি নাগরিক বিশ্বকাপ উপভোগ করতে কাতারে যাবেন।

‘এছাড়া মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের অসংখ্য মানুষ থাকবেন, যাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই। তাই, দয়া করে ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে আপনারা ইসরায়েলি পরিচয়টি গোপন রাখবেন।’

এমনকি, ইসরায়েলের পতাকা ও ইসরায়েলের চিহ্ন প্রকাশ করে, এমন কোনো জিনিস বহন না করার অনুরোধ জানান লিয়র হায়াত।

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে তুরস্কের পর ইরানই দেশটিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তবে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে ভাটা পড়ে।

সেসময় ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট সৈয়দ আবুল হাসান বনিসদর। একই সঙ্গে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানতে অস্বীকৃতি জানান তিনি। সেখান থেকেই দেশ দুটির সম্পর্কে ফাটল ধরে।

১৯৮৫ সাল থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এ সময় দুই দেশের দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলে। পরবর্তীকালে ১৯৯০ দশকের শুরুর দিকে সোভিয়েত ইউনিয়নের পতন ও পারস্য উপসাগরীয় যুদ্ধে ইরাকের পরাজয়ের পর মধ্যপ্রাচ্যে শক্তিশালী হয়ে ওঠে ইসরায়েল ও ইরান। এরপর থেকে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়ে দেশ দুটি।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

সর্বশেষ - সারাদেশ