রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মারামারি মামলায় জাতীয় পার্টি নেতার ৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২০, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ

মারামারি মামলায় মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জান মহাম্মদ ওরফে মিন্টুকে (৩৫) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২০ নভেম্বর) দুপুরে মেহেরপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ আদেশ দেন। রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাথি বোস মিরা। দণ্ডপ্রাপ্ত মিন্টু গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের আব্দুল গনির ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদগাহ কমিটি গঠন নিয়ে ২০১৪ সালে চেংগাড়া বাজারের ওপর স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বারীর লোকজনের সঙ্গে মিন্টুর লোকজনের সংঘর্ষ হয়। এ ঘটনায় আব্দুল বারী বাদী হয়ে জান মহাম্মদ ওরফে মিন্টুকে প্রধান করে আটজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। মামলার পাঁচজন আসামি জামিনে মুক্ত হলেও মিন্টুসহ তিনজন আসামি জামিন নেননি। পলাতক থাকায় আদালতে এ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলায় ৩২৬ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

সর্বশেষ - সারাদেশ