মঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মেহেরপুরে শিশুর গলায় রামদা ধরে ডাকাতি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২২, ২০২২ ৬:১১ পূর্বাহ্ণ

মেহেরপুরে মায়ের সামনেই শিশু সন্তানের গলায় রামদা ধরে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার শরিফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী জান্নাতুল খাতুন বলেন, আমার স্বামী নামাজ পড়তে মসজিদে যান। এসময় আমার ছোট ছেলে টয়লেটে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। আমি তাকে টয়লেটে নিয়ে যাওয়ার জন্য ঘরের দরজা খুলতেই ধারালো অস্ত্র হাতে মুখ বাঁধা চার-পাঁচজন ডাকাত ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরের মধ্যে ঢুকেই আমার ছেলেকে জিম্মি করে ফেলে। পরে গলায় রামদা ধরে কেটে দেওয়ার হুমকি দেয়। তারা আমার কাছে টাকা ও গয়না দাবি করে। এক পর্যায়ে ঘরের লেপ তোশকের মধ্যে থেকে চাবি বের করে বাক্স ভেঙ্গে স্বর্ণের একটি চেইন, এক জোড়া বালা, এক জোড়া চুড়ি, এক জোড়া কানের দুল ও চারটি আঙটি নিয়ে চলে যায়। যাওয়ার সময় আমাকে লাথি মেরে ফেলে দিয়ে যায়।

গৃহকর্তা শরিফুল বলেন, আমি এশার নামাজ পড়ে গ্রামের একটা ধর্ম সভায় যাচ্ছিলাম। বাড়িতে ডাকাতির কথা শুনেই ফিরে এসে দেখি সব নিয়ে গেছে ডাকাতরা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছেন।

সর্বশেষ - সারাদেশ