কাতার বিশ্বকাপ এরই মধ্যে ফেবারিটদের মৃত্যুকুপ হিসেবে খ্যাতি পেতে যাচ্ছে। অঘটনের শিকার হয়ে এরই মধ্যে হেরে গেছে আর্জেন্টিনা এবং জার্মানির মত দেশ। যথাক্রমে তারা সৌদি আরব এবং জাপানের কাছে হেরেছে সমান ১-২ গোলের ব্যবধানে। বিশ্বকাপের অন্য ফেবারিটদের মধ্যে ফ্রান্স-নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড জয় পেয়েছে। ক্রোয়েশিয়া ড্র করেছে।
এখনও মাঠে নামার বাকি রয়েছে অন্যতম ফেবারিট ব্রাজিল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামছে নেইমারদের ব্রাজিল। নিশ্চিতভাবেই ধরে নেয়া যায়, সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তুমুল অনুশীলনের মধ্যে রয়েছে নেইমার-রিচার্লিসনরা।
কিন্তু ম্যাচ প্র্যাকটিসের সঙ্গে ড্যান্স প্র্যাকটিসও চলছে ব্রাজিল শিবিরে। বিশ্বকাপে প্রথম ১০টি গোল করার পর ১০ রকম নাচ দিয়ে সেগুলো উদযাপন করা হবে। সে প্রস্তুতিও চলছে নেইমারদের।
ব্রাজিল ফুটবল দলের বার্সা ফরোয়ার্ড রাফিনহা জানালেন এ তথ্য। তিনি জানিয়েছেন, ১০ ধরনের নাচ অনুশীলন করে এসেছেন তারা। প্রথম ১০টি গোলের জন্য নাচ তৈরি করে রেখেছেন। এরপর ১১ নম্বর গোল করলে কী করবেন তারা?
গ্রুপ ‘জি’-তে রয়েছে ব্রাজিল। সার্বিয়া ছাড়াও এ গ্রুপে রয়েছে ক্যামেরুন এবং সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১টায় সার্বদের বিপক্ষে মাঠে নামছে সেলেসাওরা। এই ম্যাচে মাঠে নামার আগে রাফিনহা বলেন, ‘সত্যি বলতে আমরা প্রথম ১০টি গোলের জন্য নাচ তৈরি করে এসেছি। একেকটি গোলের পর একেক রকমের নাচ দেখা যাবে। যদি ১০টির বেশি গোল করি তা হলে নাচ তৈরি করতে হবে।’
ব্রাজিল শুধু তাদের খেলা দিয়ে নয়, এবারের বিশ্বকাপ মাতিয়ে দিতে চায় নাচ দিয়েও। নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোর মতো ফুটবলারকে দেখা যাবে নিত্য নতুন নাচের ভঙ্গিতেও।
কাতারে পৌঁছার আগেই ব্রিটিশ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে বিশ্বকাপ খেলা। যখন থেকে ফুটবল বুঝতে শুরু করেছি, তখন থেকেই বিশ্বকাপে খেলা আমার স্বপ্ন। আবার যখন সুযোগ পেয়েছি, তখন সেটাকে সত্যি করতেই হবে।’
তবে নেইমার যে একজন ফুটবল তারকা সেটা মাঠে নামার সময় মনে রাখতে চান না। তিনি বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। প্রচুর চাপ রয়েছে, সারা বিশ্ব আমাকে চেনে। ১০ নম্বর জার্সি পরার চাপ রয়েছে। তবু আমি চেষ্টা করি মাটিতে পা রেখে চলার। অন্যদের যেমন পরিবার, বন্ধু রয়েছে, আমারও রয়েছে। আমি মানুষ, আমারও আবেগ রয়েছে।’