বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

হারিয়ে যাচ্ছে চাবি তৈরির কারিগর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ৭:৫৬ পূর্বাহ্ণ

ধনসম্পদ বাড়ি গাড়ি অফিস আদালত নিরাপদ রাখার মাধ্যম হচ্ছে তালা। এ তালা যখন অকেজো কিংবা এর চাবি হারিয়ে যায় তখন মানুষকে চরম বিড়ম্বনায় পড়তে হয়। এ অবস্থায় প্রয়োজন পড়ে তালা মেরামত ও চাবি তৈরির কারিগরদের। কিন্ত প্রযুক্তির উন্নয়নে হারিয়ে যাচ্ছে চাবি তৈরি ও তালা মেরামতের কারিগররা।

একসময় নীলফামারীতে এ পেশার কারিগরদের বেশ কদর ছিল। নতুন চাবি তৈরি, অকেজো তালা ও টর্চলাইট মেরামত করে চলতো নিম্ন আয়ের বহু মানুষের জীবন-জীবিকা। বর্তমান রসদ খুঁজে না পাওয়ায় কমেছে এ পেশার মানুষের সংখ্যা।

কিশোরগঞ্চ উপজেলা শহরের পুটিমারি ছাদুরারপুল গ্রামের মনোয়ার বলেন, বর্তমান প্রযুক্তির যুগে আবিষ্কার হয়েছে ডিজিটালসহ উন্নত ও দীর্ঘস্থায়ী তালা চাবি। বেড়েছে মানুষের ক্রয়ক্ষমতা। এখন পুরাতন তালা-চাবি মেরামত করতে কেউ আসে না বললেই চলে। কারণ একটি তালা মেরামতের চেয়ে নতুন তালা কিনতে আগ্রহ প্রকাশ করছেন ক্রেতারা। তবুও অন্য কাজের ফাঁকে কিছু বাড়তি আয়ের আশায় পৈত্রিক পেশা ধরে রেখেছি।

তালা মেরামত করতে আসা কামরুল বলেন, একসময় এ জেলার বিভিন্ন বাজারে স্থায়ী-অস্থায়ী, ফুটপাত, রাস্তার মোড়ে অনেককে দেখা গেলেও বর্তমানে তাদের আর চোখে পরে না। হাতে কাজ না থাকায় অনেকে পেশা পরিবর্তন করেছেন।

কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের পাশে তালা ও টর্চলাইট মেরামতকারী রশিদুল ইসলাম বলেন, আমি প্রায় ৪৫ বছর যাবত এ পেশার সাথে যুক্ত। একসময় অকেজো টর্চলাইট, কামারি তালা মেরামত ও বাসাবাড়িতে হারিয়ে যাওয়া চাবি তৈরির কাজ করতাম। বর্তমানে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো। সড়কে বাতির আলোর ঝলকানি। এতে প্রায় টর্চলাইট উঠে গেছে। এখন টর্চ লাইটের স্থান মোবাইল ফোন দখল করে নিয়েছে। এখন আর আগের মতো হাতে কাজ নেই। কোনদিন ২০০ টাকা আবার কোন দিন ২৫০ টাকা ইনকাম হয়। যা দিয়ে সংসার চলে না। তারপরও পেশার মমত্ববোধে আজও এ পেশা ধরে আছি।

সর্বশেষ - সারাদেশ