বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ব্রাজিল কি ড্রোন দিয়ে গোয়েন্দাগিরি করেছে? হাসলেন সার্বিয়া কোচ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৪, ২০২২ ৫:৩৩ পূর্বাহ্ণ

ব্রাজিলের হেক্সা মিশন শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। লুসাইল আইকনিক স্টেডিয়ামে রাত একটায় সার্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের আগে বরাবরের মতো উঠে এলো পুরোনো অভিযোগ। ব্রাজিল নাকি ড্রোন ব্যবহার করে সার্বিয়ার অনুশীলনে গোয়েন্দাগিরি করেছে। সত্যিই কি তাই?

খোদ সার্বিয়া কোচ দ্রাগান স্টোকোভিচ উড়িয়ে দিলেন এমন সম্ভাবনার কথা। জানালেন, এসব গুঞ্জন সত্যি হওয়ার প্রশ্নই আসে না। বরং ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রিচার্লিসন এবং নেইমারকে নিয়ে গড়া ব্রাজিলের ভয়ংকর আক্রমণ সামলানো নিয়েই বেশি ভাবছেন তিনি।

স্টোকোভিচ বলেন, ‘আমি বিশ্বাস করি না, তারা আমাদের ওপর গোয়েন্দাগিরি করেছে। তারা কেন সেটা করতে যাবে? তারা এমনিতেই ফুটবল পাওয়ার। আমি মনে করি না তারা ড্রোন ব্যবহার করে আমাদের ওপর গোয়েন্দাগিরি করেছে। তাই একে ভুয়া নিউজই বলতে হবে। যদি তারা ড্রোন পাঠিয়েও থাকে, সত্যি বলতে আমি জানি না তারা কী দেখতে পাবে।’

ব্রাজিলকে ভীষণ শক্তিশালী দল মানলেও তাতে ভীত হতে চান না সার্বিয়া কোচ। তিনি বলেন, ‘ব্রাজিল দুর্দান্ত দল।আমার চোখে বিশ্বের অন্যতম সেরা। তাদের সোনালি প্রজন্মের খেলোয়াড় আছে। তবে আমরা ব্রাজিলের ভালো প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করব। তাদের যেমন জেতার সুযোগ আছে, আমাদেরও আছে।’

স্টোকোভিচ যোগ করেন, ‘শুধু ব্রাজিল কেন,আমরা বিশ্বের কোনো দলকেই ভয় পাই না। ব্রাজিলে ভিনিসিয়াস, রাফিনহা, রিচার্লিসন এবং নেইমারের মতো উঁচুমানের খেলোয়াড় আছে। তারা সবাই আক্রমণাত্মক খেলোয়াড়। তবে ব্রাজিল কিভাবে খেলে সেটা ব্যাপার না, (আমাদের কাছে) ব্যাপার হলো সার্বিয়া কিভাবে খেলে।’

সূত্র: দ্য মিরর

সর্বশেষ - সারাদেশ