একজন মার্কিন কূটনীতিক জানিয়েছেন, পারমাণবিক ঝুঁকি ব্যবস্থাপনার জন্য যুক্তরাষ্ট্রের বৈদেশিক গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক তার রুশ প্রতিপক্ষের সঙ্গে দেখা করেছেন।
সোমবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, জ্যেষ্ঠ একজন মার্কিন কূটনীতিক রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থার মধ্যে আলোচনার মাধ্যমে পারমাণবিক ঝুঁকি ব্যবস্থাপনা করার উপায় রয়েছে।
সিআইএ পরিচালক বিল বার্নস এই মাসের শুরুতে তুরস্কে তার রুশ গোয়েন্দা প্রতিপক্ষ সের্গেই নারিশকিনের সঙ্গে সাক্ষাতের পরে মস্কোতে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এলিজাবেথ রুডের এ মন্তব্য এলো।
‘রুশ ফেডারেশনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঝুঁকি ব্যবস্থাপনা করার জন্য মাধ্যম রয়েছে।
বিশেষ করে পারমাণবিক ঝুঁকি। আর এটাই ছিল রুশ প্রতিপক্ষের সঙ্গে সিআইএ পরিচালক বার্নসের বৈঠকের উদ্দেশ্য’, বলেন রুড।চার্জ দ্য অ্যাফেয়ার্স এলিজাবেথ রুড আরো বলেন, ‘পরিচালক বার্নস কোনো শর্ত নিয়ে কিছু আলোচনা করেননি। তিনি ইউক্রেন সংঘাতের নিষ্পত্তির বিষয়েও কথা বলেননি। ’
বাইডেন সরকার গত এক বছরে রুশদের সঙ্গে আলোচনার জন্য সিআইএর পরিচালক নিকোলাস বার্নসকে বেশ কয়েকবার পাঠিয়েছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক ক্রমেই খারাপ হওয়ার মধ্যে যুক্তরাষ্ট্র মস্কোতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত প্রবীণ এই কূটনীতিককে একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজে লাগাচ্ছে।
সূত্র : সিএনএন