শুক্রবার , ২ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

‘সঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারলে সফলতা আসবে’

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ

শুধু সফল মানুষ গড়ে তুললে হবে না, পাশাপাশি এলাকার উন্নয়নের ভার কাঁধে নিতে হবে। প্রতিটি খাতকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে। সঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারলে সফলতা আসবে। অনেকেই পাবলিক পরীক্ষায় ভালো ফল করেও সঠিক শিক্ষার অভাবে সফল হতে পারে না।

শুক্রবার (২ ডিসেম্বর) নরসিংদীর রায়পুরার খলিলাবাদে শিক্ষিত তরুণদের সংগঠন ‘বাতিঘর’ আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, সঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারলে সফলতা আসবে। অনেকেই পাবলিক পরীক্ষায় ভালো ফল করছে। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাসের হার কম। এখানে নিশ্চয়ই কোনো ঘাটতি রয়েছে। এর জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবাই দায়ী। তাই আমাদের মানসম্মত শিক্ষার দিকে যেতে হবে।

ইউএনও আজগর হোসেন আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলে এখনো শিক্ষার্থীরা যেমন বিভিন্নভাবে অসৎ উপায় অবলম্বন করে আবার কিছু শিক্ষকরাও জড়িত হয়ে পড়েন। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। তবে শহরাঞ্চলে এ প্রবণতা কম। অথচ গ্রাম ও শহরের শিক্ষার্থীরা একসঙ্গে একই পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তখন গ্রামের অনেক শিক্ষার্থী ঝরে যাচ্ছে। এতে বেকারত্বের সৃষ্টি হচ্ছে। যা সমাজে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করছে।

মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেই সবকিছু হয়ে যাবে বিষয়টি এমন নয় উল্লেখ করে তিনি বলেন, ভালো ফল করতে পারেনি বলে সব শেষ হয়ে যাবে সেটা নয়। তারা জীবনের প্রাথমিক পর্যায়ে রয়েছে। সামনে অনেক পথ বাকি। তবে যাত্রাটা এখান থেকেই শুরু করতে হবে। সঠিকভাবে শুরু হয়ে শেষ হতে পারলে সফল হওয়া যাবে। এখন ভুল করে ফেললে পরে শুধরে নেওয়া সম্ভব নয়, এখনই শুধরাতে হবে।

সংগঠনটির সভাপতি আপেল মাহমুদ বলেন, সরকার নানাভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করে। তাই মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়ার সুযোগ কম। তবে পারিবারিক নানা সমস্যার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী পড়ালেখা চালিয়ে যেতে পারে না। এসব শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি তাদের পরামর্শ দেওয়া উচিত।

বাতিঘর সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. এম. সায়েদুল ইসলাম, খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়েস্তা খাতুন, খলিলাবাদ মডেল কেজি স্কুলের প্রিন্সিপাল মোবারক হোসেন কবির, আবদুস সাত্তার, মাসুম মাহমুদ ও হুমায়ূন কবির প্রমুখ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ব্লুটুথ কলিং, ব্রিদিং কন্ট্রোল মোডসহ এলো স্মার্টওয়াচ

নেত্রকোনায় অনুষ্ঠিত হচ্ছে জেলা সাহিত্য মেলা নেত্রকোনা প্রতিনিধি

মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে!

সোনা জিতে বিতর্কিত খেলিফ বললেন, ‘আমি অন্য নারীদের মতোই’

মুসল্লি রুকু-সেজদা দিতে না পারলে কী করবেন?

ব্যাংক থেকে জনগণের হাতে আড়াই লাখ কোটি টাকা

ফেনী যুবদলের সভাপতি-সম্পাদকের মুক্তি দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ

পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে হামলা, নিহত ১৪

গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ফল প্রকাশের আগে মুক্তিযোদ্ধা কোটা অন্তর্ভুক্তির লিগ্যাল নোটিশ