শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রাশিয়ার তেল ব্যারেল প্রতি ৬০ ডলার নির্ধারণের পক্ষে জি৭

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ

জি৭ জোট এবং অস্ট্রেলিয়া শুক্রবার জানিয়েছে, রাশিয়ার সমুদ্রজাত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৬০ ডলার নির্ধারণ করার ব্যাপারে তারা একমত হয়েছে। এর আগে ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার জ্বালানি তেলের প্রতি ব্যারেলের দাম ৬০ ডলার নির্ধারণ করেছে।

রয়টার্স জানিয়েছে, জি৭ এবং অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে জানিয়েছে- রাশিয়ার সমুদ্রজাত তেলের জন্য নির্ধারিত নতুন দাম ৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে। দেশগুলো অনুমান করছে, রাশিয়ার জ্বালানি তেলের মূল্যের এই সংশোধনের ফলে পরিবর্তনের আগে পুরনো দামে শেষ হওয়া লেনদেনগুলো অন্তর্ভুক্ত থাকবে না।

জি৭ জোটের বিবৃতিতে বলা হয়েছে, মূল্য হ্রাস কার্যকর করতে জোট থেকে ভবিষ্যতে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

রাশিয়ার সমুদ্রজাত অপরিশোধিত জ্বালানি তেল কম দামে কেনার মূল প্রস্তাব দিয়েছিল জি৭। তবে জি৭ এর প্রস্তাবিত দামের বিরোধিতা করে পোল্যান্ড। পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়ার অভিযোগ, প্রস্তাবিত দামে তেল কিনলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যয় বহনের জন্য পর্যাপ্ত অর্থ নিশ্চিত করতে পারবে।

সূত্র: রয়টার্স, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

সর্বশেষ - সারাদেশ