দেশি-বিদেশি চক্রের শিকার যুবসমাজ। যুবসমাজকে ধ্বংস করতে পারলেই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে। আর এজন্য নানা কৌশলে মাদক পৌঁছে যাচ্ছে যুব সমাজের হাতে। এ যুবসমাজকে রক্ষার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৫ ডিসেম্বর) মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। মাদক নির্মূলে অসামান্য অবদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফকে ক্রেস্ট প্রদান করা হয়।
এ কর্মশালার উদ্বোধন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, আইনের বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে। আর এ আন্দোলনে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের যৌথ প্রয়াস একান্ত প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। স্বাগত বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর। তিনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম। এ প্রবন্ধে তিনি মাদক নির্মূলে প্রশাসনের দায়িত্ব ও ভূমিকা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষকসহ সমাজের প্রত্যেকটি পেশার মানুষ মাদকবিরোধী আন্দোলনে কিভাবে সহযোগিতা করতে পারেন এবং তাদের প্রত্যেক করণীয় বিষয়টি তুলে ধরেন।
বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন।