বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বোমার উৎস খুঁজে বের করা দরকার: রাষ্ট্রপক্ষের আইনজীবী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে উদ্ধার করা বোমার উৎস খুঁজে বের করা দরকার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু।

তিনি বলেছেন, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মামলায় আরও কারা সম্পৃক্ত, বোমার উৎস কোথায়— এগুলো উদ্ঘাটন হওয়া দরকার।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বেরিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সুষ্ঠু-তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নেওয়া দরকার। এ মামলাটি অত্যন্ত ন্যক্কারজনক। গুরুতর অপরাধ করেছেন তারা। উসকানিমূলক বক্তব্য দিয়েই এ কাজ করেছেন।

এর আগে বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে মকবুল হোসেন (৪০) নামে একজন নিহত হন। এছাড়া আহত হন আরও ২০ জন। সংঘর্ষের সময় টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। বিএনপির নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে। এরপর সংঘর্ষ শেষে বিএনপির কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ