ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সাতৈর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী গামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
সাতৈর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান জানান, সকালে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মানসিক ভারসাম্যহীন নারী। বয়স আনুমানিক ৪২ বছর।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আব্দুল ওহাব বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।