মাগুরায় মাদক কারবারিকে ধরতে গিয়ে পিকআপের সঙ্গে ধাক্কায় দুই র্যাব সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে।
আজ ভোর রাত ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রাউতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-র্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপচালক মহিদুল ইসলাম।
পুলিশ জানায়, ভোরে একটি পিকআপকে চেকপোস্টে থামতে সংকেত দেয় র্যাব। পিকআপটি না থেমে মাগুরার দিকে ছুটতে থাকে। এ সময় র্যাবের টহল দল পিকআপটি ধাওয়া করে। মাগুরার লাউতাড়া স্থানে পৌঁছালে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে র্যাবের এক সদস্য ও পিকআপচালক মারা যান। গুরুতর আহত হন র্যাবের দুই সদস্য। হাসপাতালে নেওয়ার পর র্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।