নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুল ওমর বাবুর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের কাঁচপুরে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় বাবুল ওমর বাবুর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিএনপি-জামায়াতের অপরাজনীতিকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।
শনিবার সকাল ৮টা থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে নেতাকর্মীদের সাথে নিয়ে অবস্থান নেন সোনারগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুল ওমর বাবু।
এসময় উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ রাশেদ উদ্দিন, যুবলীগ নেতা নুরুজ্জামান নূর, জহিরুল ইসলাম, আলাউদ্দিন, মনির হোসেন, ইস্রাফিল, মাজহারুল ইসলাম, নাহিদ, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রাজন হোসেনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।