গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত দফা (রান–অফ) ভোটে ডানপন্থী বলসোনারোর প্রতিদ্বন্দ্বী ছিলেন বামপন্থী লুলা দা সিলভা।
রান–অফ ভোটে লুলার কাছে হারেন বলসোনারো। এরপর তাঁকে একবারই জনসমক্ষে দেখা গিয়েছিল। তবে তিনি সেবার নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি।