শনিবার , ১০ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

প্রতিবন্ধী যুবকের ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২২ ১২:৫৬ অপরাহ্ণ

বাগেরহাটের মোরেলগঞ্জে রুবেল সোমাদ্দার (২৪) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের ছুরিকাঘাতে টুটুল হাওলাদার (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী সোমাদ্দার বাজারে এ ঘটনা ঘটে।

নিহত টুটুল পশ্চিম গুলিশাখালী গ্রামের কৃষক আবদুল বারেক হাওলাদারের ছেলে। ছুরিকাঘাতকারী রুবেল সোমাদ্দার একই গ্রামের বাসিন্দা ও ওই বাজারের মুদি দোকানদার আলমগীর সোমাদ্দারের ছেলে। ঘটনার পর থেকেই রুবেল পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সোমাদ্দার বাজারে বিভিন্ন দোকানে টিভিতে লোকজন বিশ্বকাপ ফুটবল ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলা দেখছিল। এ সময় কিশোর টুটুল হাওলাদার দুষ্টুমির ছলে বাক প্রতিবন্ধী রুবেলের গায়ে ঠাণ্ডা পানি নিক্ষেপ করে। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল টুটুলকে টর্চলাইট দিয়ে আঘাত করলে টুটুলের দুটি দাঁত পড়ে যায়।

এ সময় রক্তাক্ত টুটুল ক্ষিপ্ত হয়ে রুবেলকে আঘাত করতে উদ্যত হলে রুবেল তার দোকানে থাকা একটি ছুরি দিয়ে টুটুলের গলায় আঘাত করে। স্থানীরা টুটুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহম্মেদ বলেন, ঘাতক রুবেল সোমাদ্দারকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা মর্গে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ - সারাদেশ