শনিবার , ১০ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বিএনপির গণসমাবেশস্থলসহ আশপাশের এলাকায় র‍্যাবের হেলিকপ্টার টহল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২২ ৬:১৯ পূর্বাহ্ণ

বিএনপির গণসমাবেশস্থলসহ আশপাশের এলাকায় টহল দিচ্ছে র‍্যাবের হেলিকপ্টার। শনিবার বেলা ১১টা থেকে একটি হেলিকপ্টার টহল শুরু করেছে। নিরাপত্তার অংশ হিসেবেই এ টহল চালানো হচ্ছে।

গণসমাবেশে নিরাপত্তা জোরদারে রাজধানীর গোলাপবাগে বিএনপির সমাস্থলের ওপরে র‍্যাবের হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চলমান রয়েছে। হেলিকপ্টারে থাকা সদস্যরা নিচে থাকা সদস্যদের বার্তা পাঠাচ্ছেন। এতে যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ‘বেলা ১১টা থেকে আমাদের একটি হেলিকপ্টার সমাবেশস্থল ও আশপাশে টহল দিচ্ছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই টহল চলছে। হেলিকপ্টার থেকে নিচে থাকা সদস্যদের বার্তা পাঠানো হচ্ছে। পাশাপাশি পোষাক পড়ে ও সাদা পোষাকে র‍্যাবের সদস্যরা কাজ করছে।’

 

সর্বশেষ - সারাদেশ