রবিবার , ১১ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

গুরুদাসপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ

নাটোরের গুরুদাসপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে গুরুদাসপুর পৌরসদরসহ উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৫ হাজার ৭শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসে কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো উফশী ও হাইব্রিড ধানের বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা আ’লীগের সভাপতি এড. মো. আনিসুর রহমান ও সাধারন সম্পাদক মো. আব্দুল মতিন, উপজেলা কৃষি অফিসার মো. হারুনর রশীদ ও কৃষি স¤প্রসারণ অফিসার মো. মতিয়র রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মো. হারুনর রশীদ জানান, এই কর্মসূচির আওতায় ১ বিঘা জমির জন্য হাইব্রিড ধানের আওতায় ৪ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ ও উফশী ধানের আওতায় ১ হাজার ৭শ কৃষককে ৫ কেজি করে উফশী ধানের বীজ প্রদান করা হয়েছে। সেইসাথে সুবিধাভোগী সকল কৃষককে ডিএপি সার-১০ কেজি ও এমওপি সার-১০ কেজি করে প্রদান করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ