কাতার বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হেরে বিদায় নেয় গত আসরের রানার্সআপ দল ক্রোয়েশিয়া।
আর্জেন্টিনার বিপক্ষে হারলেও দলটির তারকা ফুটবলার লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।
তিনি বলেন, ‘মেসি বিশ্বের সেরা ফুটবলার, সে খুবই বিপজ্জনক ও তার সামর্থ্যও রয়েছে। সব কৌশল তার জানা এবং এমন শীর্ষ পর্যায়ের ম্যাচে নিজেকে মেলে ধরার সামর্থ্যও তার আছে। এটাই সত্যিকারের মেসি, যাকে দেখার প্রত্যাশা থাকে সবার।
সেমিফাইনাল ম্যাচ নিয়ে ক্রোয়েশিয়ার কোচ বলেন, ‘আজকে তারা (আর্জেন্টিনা) চারজন মিডফিল্ডার নিয়ে মাঝমাঠ সাজিয়েছিল এবং আমরা চেষ্টা করেছি আক্রমণাত্মক ফুটবল খেলতে। তবে মেসি একটা মুভেই পার্থক্য গড়ে দিতে পারে, তৃতীয় গোলটিতে যেমন করেছে।’আর্জেন্টিনার পাওয়া পেনাল্টি নিয়ে কিছুটা বিতর্ক আছে। রেফারির সে সিদ্ধান্ত নিয়ে ‘সংশয়’ আছে দালিচের মনেও। তবে এটা নিয়ে কোনো অভিযোগ নেই তার। উল্টো আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন এই কোচ। তিনি বলেন, ‘ফাইনালে ওঠার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। মাঝেমধ্যে ভাগ্য আপনার সঙ্গে থাকে, মাঝেমধ্যে থাকে না। ফুটবল এমনই। আমাদের কোনো অভিযোগ নেই।’