জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কাশ্মির প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
এটি বাস্তবায়নের মাধ্যমে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা কল্পে জাতিসংঘের বহুপাক্ষিকতা প্রমাণের দাবি জানান তিনি। খবর জিও নিউজের।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় জাতিসংঘকে উপদেশ এবং পরামর্শমূলক অনেক কথা বলেন বিলাওয়াল।
তিনি বলেন, ‘জাতিসংঘকে শুধু যুদ্ধের পরে নয় বরং যুদ্ধের পূর্বেই তা থামানোর ব্যবস্থা নেওয়া উচিত। ‘
বিলাওয়াল ভুট্টো জাতিসংঘকে বলেন, ‘এই সংগঠনটির সদস্য বিশ্বের ছোট বড় মোট ১৯৩টি দেশ নিয়ে। তাই স্থায়ী সদস্য বানানোর ক্ষেত্রে অবশ্যই সব সদস্যদেশের মধ্যে সমতা বিধান করতে হবে। ‘