কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় মাটি খুঁড়ে পাওয়া গেছে ব্রিটিশ আমলের একটি মর্টারশেল। এটি দেখতে সীমানা পিলার বা রকেটলঞ্চারের মতোও মনে হচ্ছে। এ নিয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে।
ইতোমধ্যে পুলিশ মর্টারশেলটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী এলাকা থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী মো. আবদুল্লাহ জানান, জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী বড়পাড়ার আজিজুর রহমানের পরিত্যক্ত বসতভিটায় পিলারের মতো একটি বস্তু দেখতে পান। পরে এলাকার মানুষ সহকারে মাটি খুঁড়তেই দেখা মেলে ব্রিটিশ আমলের এ মর্টারশেলের। উদ্ধারকৃত মর্টারশেলটির দৈর্ঘ্য আনুমানিক ২ ফুট এবং ওজন সাড়ে ৭ কেজি।
জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি রামু থানা অফিসার ইনচার্জকে (ওসি) বিষয়টি অবহিত করেন।