শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বার্লিনের বিখ্যাত সিলিন্ডার অ্যাকুরিয়াম ফেটে আহত ২

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ

প্রায় দেড় হাজার বিদেশি মাছের বাড়ি হয়ে ওঠা বার্লিনের বিখ্যাত মুক্তভাবে দাঁড়িয়ে থাকা ১৪ মিটার (৪৫ ফুট) লম্বা সিলিন্ডার অ্যাকুরিয়ামটি ফেটে গেছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটার পর জরুরি বিভাগের প্রায় ১০০ কর্মী জার্মানির রাজধানীর ওই ঘটনাস্থলে হাজির হন। খবর নিউজ উইকের।

টুইটারে বার্লিন পুলিশ জানিয়েছে, অবিশ্বাস্য ওই ক্ষতির পাশাপাশি ছিটকে আসা কাঁচের আঘাতে দুই জন আহত হয়েছে।

র্যাডিসন ব্লু হোটেল, একটি জাদুঘর, বহু দোকানপাট ও রেস্তোরাঁর ঠিকানা বার্লিনের ব্যবসা ও অবকাশযাপন কেন্দ্র ডোমঅ্যাকুয়ারি কমপ্লেক্সের মাঝখানে ‘অ্যাকুয়াডোম’ নামের ওই সিলিন্ডার অ্যাকুরিয়ামটি বসানো ছিল।

ডোমঅ্যাকুয়ারি কমপ্লেক্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অ্যাকুরিয়ামটি বিশ্বের বৃহত্তম মুক্তভাবে দাঁড়ানো সিলিন্ডার আকৃতির অ্যাকুরিয়াম ছিল। এটিতে ১০ লাখ লিটারেরও বেশি পানি ছিল।

অ্যাকুরিয়ামটি ফেটে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ পানিতে ডোমঅ্যাকুয়ারি কমপ্লেক্স সয়লাব হয়ে যায়। কমপ্লেক্সটির সামনের রাস্তা ও ফুটপাত পানি ও আবর্জনায় ছেয়ে যায়। এ কারণে কমপ্লেক্স সংলগ্ন বার্লিনের একটি গুরুত্বপূর্ণ সড়ক যা আলেকসান্ডাপ্লাৎস থেকে ব্রান্ডেনবুর্গ গেটের দিকে গিয়েছে তা বন্ধ করে দেয় জরুরি বিভাগ।

পুলিশ জানিয়েছে, হোটেলের অতিথিরা ভবনটি ছাড়তে থাকায় বার্লিনের প্রায় মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস শীতের মধ্যে তাদের আশ্রয়স্থলে নিয়ে যেতে কমপ্লেক্সটিতে অনেকগুলো বাস পাঠানো হয়েছে।

 

সর্বশেষ - সারাদেশ