শনিবার , ১৭ ডিসেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

চীনে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখের কাছাকাছি হতে পারে: গবেষণা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২২ ৯:০১ পূর্বাহ্ণ

হংকংয়ের গবেষকরা নতুন একটি সমীক্ষায় দেখেছেন, চীনের সরকার দ্রুত মহামারি নিয়ন্ত্রণ ত্যাগ করার কারণে দেশটিতে প্রায় ১০ লাখ মানুষ করোনাভাইরাসে মারা যেতে পারে।

করোনার প্রভাব কমানোর জন্য গণহারে বুস্টার ডোজ দেওয়ার প্রচারের অভাব এবং অন্যান্য ব্যবস্থার অনুপস্থিতিতে চীনে পুনরায় বিধিনিষেধ তুলে নেওয়ায় প্রতি মিলিয়নে প্রায় ৬৮৪ জন মারা যেতে পারে। সম্প্রতি করা এক গবেষণায় এ ধরনের বিষয় উঠে এসেছে। হংকং বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন গ্যাব্রিয়েল লিউং ওই গবেষণার সহ-গবেষক ছিলেন

যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন ইনস্টিটিউটের (আইএইচএমই) এক পূর্বানুমানে বলা হয়েছে, চীনে তড়িঘড়ি কোভিড-১৯ বিধিনিষেধ তুলে নেওয়ার কারণে ২০২৩ সালে রোগীর ব্যাপক উল্লম্ফন ঘটতে পারে এবং প্রায় ১০ লাখ মানুষ মারা যেতে পারে।

তাদের পর্যালোচনা বলছে, আগামী বছরের এপ্রিলের ১ তারিখ নাগাদ চীনে কোভিড রোগীর সংখ্যা চূড়ায় পৌঁছাবে, মৃত্যুও সে সময় ৩ লাখ ২২ হাজারে পৌঁছাতে পারে।

আইএইচএমই-র পরিচালক ক্রিস্টোফার মুরে জানান, ততদিনে চীনের জনসংখ্যার এক তৃতীয়াংশ সংক্রমিত হতে পারে।

কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সরকারিভাবে করোনাভাইরাসে কোনো মৃত্যুর তথ্য দেয়নি। সর্বশেষ গত ৩ ডিসেম্বর চীন কোভিডে মৃত্যুর তথ্য দিয়েছিল। দেশটি এখন পর্যন্ত মহামারিতে ৫ হাজার ২৩৫ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে।

তীব্র বিক্ষোভ ও জনরোষের মুখে ডিসেম্বরেই চীন বিশ্বের অন্যতম কঠোর কোভিড বিধিনিষেধ তুলে নিয়েছে, যে কারণে সংক্রমণের নতুন ঊর্ধ্বগতিও দেখা যাচ্ছে। আগামী মাসে চন্দ্র নববর্ষের মধ্যেই ১৪০ কোটি জনসংখ্যার দেশটিতে ব্যাপকভাবে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‘কেউ ভাবেনি তারা এতদিন শূন্য কোভিডে (নীতিতে) কঠোর থাকবে’, শুক্রবার আইএইচএমই-র পূর্বানুমান অনলাইনে প্রকাশিত হওয়ার দিন এমনটাই বলেছেন মুরে।

তিনি আরো বলেন, চীনের শূন্য কোভিড নীতি হয়তো ভাইরাসের আগের ধরনগুলোকে সীমানার বাইরে রাখতে কার্যকর ছিল, কিন্তু অতি সংক্রমণশীল ওমিক্রনের কারণে ওই নীতি বজায় রাখা কষ্টকর হয়ে পড়েছিল।

পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে আইএইচএমই চীন সরকারের কাছ থেকে টিকাদান হার সংক্রান্ত তথ্য নিয়েছে এবং সংক্রমণের হার বাড়লে বিভিন্ন প্রদেশে কেমন প্রতিক্রিয়া হতে পারে সে সম্বন্ধে ধারণা নিয়েছে বলে জানিয়েছে।

অন্যান্য গবেষকদের অনুমান, তড়িঘড়ি করে করোনা বিধিনিষেধ তুলে নেওয়ায় চীনের জনসংখ্যার ৬০ শতাংশ কোভিডে আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে জানুয়ারিতেই সংক্রমিতের সংখ্যা চূড়ায় পৌঁছাতে পারে; বেশি আক্রান্ত হতে পারে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তিসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর লোকজন।
সূত্র: ব্লুমবার্গ

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

‘ভাগের’ আসনের ২০টিতে বিপদে জাপা প্রার্থীরা

ভারত ও ফ্রান্সের কৌশলগত সম্পর্ক এগিয়ে নিচ্ছেন মোদি-ম্যাক্রোঁ

লুকিয়ে ইনস্টাগ্রামে অন্যের স্টোরি দেখার উপায়

আরও বেশি রোহিঙ্গা নেবে যুক্তরাষ্ট্র

আর্জেন্টিনার দূতাবাস খোলার আলোচনায় মেসিকে ঢাকায় আনতে বলেছি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-জাপান সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’ পৌঁছেছে: প্রধানমন্ত্রী

এটা সমগ্র ইউক্রেনের জন্য বিশাল ক্ষতি: জেলেনস্কি

টুইটারের জন্য প্রধান নির্বাহী খুঁজছেন ইলন মাস্ক

বিদেশি রাষ্ট্রদূতদের এত নসিহত না করাই ভালো: লিটন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন নেতার বিচার দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি