কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আজ রোববার। ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা ও বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আজ রাত নয়টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। নিজ দেশের অংশগ্রহণ না থাকলেও বিশ্বকাপ ফুটবল নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই বাংলাদেশি ফুটবলপ্রেমীদের। ইতিমধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের বাংলাদেশি ভক্তদের উন্মাদনার খবর জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আজ ফাইনালের আগে দেশের আর্জেন্টিনা–ভক্তদের উন্মাদনা নিয়ে ছবির গল্প।