বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া দায়ী নয়, দাবি পুতিনের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বাস করেন, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া দায়ী নয়, বরং এই ট্র্যাজেডির দায় দুই দেশের।

রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি ইউক্রেনকে ‘ভ্রাতৃত্বপূর্ণ জাতি’ হিসেবে দেখে থাকেন। তিনি দাবি করেছেন, এই যুদ্ধ ‘তৃতীয় দেশের নীতির ফলাফল’। রাশিয়ান নীতির জন্য এই যুদ্ধ শুরু হয়নি।

রুশ প্রেসিডেন্ট তার এই দাবিতে পশ্চিমাদের দিকেই ইঙ্গিত করেছেন। তার মতে, পশ্চিমারা ইউক্রেন থেকে শুরু করে সোভিয়েত পরবর্তী প্রজাতন্ত্রকে ‘মগজ ধোলাই’ করেছে।

পুতিন বলেন, ‘কয়েক বছর ধরে আমরা ইউক্রেনের সঙ্গে ভালো প্রতিবেশী সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছি। ঋণ এবং সস্তা জ্বালানির প্রস্তাব দিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। ’

তিনি আরো বলেন, ‘আমাদেরকে অভিযুক্ত করার কিছু নেই। আমরা সব সময় ইউক্রেনীয়দের ভ্রাতৃপ্রতিম হিসেবে দেখেছি এবং আমি এখনো তা-ই মনে করি। এখন যা ঘটছে তা একটি ট্র্যাজেডি, তবে এটি আমাদের দোষ নয়। ’

বক্তৃতার সময় সামরিক কর্মকর্তারা ২০২৩ সালে তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। এ ছাড়া এতে অর্থ ব্যয়ে রাশিয়ার ইচ্ছার কোনো সীমা নেই বলে জানান পুতিন।

ইউক্রেনে ঘাঁটি স্থাপন

এদিকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রাশিয়ার আক্রমণের সময় ইউক্রেনে দখল করা দুটি বন্দর শহর বার্দিয়ানস্ক এবং মারিউপোলে ঘাঁটি স্থাপনের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে ভ্রমণ করার সময় এই ঘোষণাটি এলো। ১০ মাস আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বিদেশে এটি তার প্রথম সফর।

রুশ সামরিক পরিষেবার বয়সসীমা

এ ছাড়াও রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বাধ্যতামূলক রাশিয়ান সামরিক পরিষেবার জন্য বয়সসীমা বাড়ানোর প্রস্তাব করেছেন। বর্তমান আইনের অধীনে ১৮ থেকে ২৭ বছর বয়সী রাশিয়ানদের বাধ্যতামূলক সামরিক পরিষেবার জন্য ডাকার নিয়ম রয়েছে। এই নিয়ম পরিবর্তন করে ২১ থেকে ৩০ বছর বয়সী নাগরিকদের জন্য প্রস্তাব করছেন তিনি।

সূত্র : বিবিসি

সর্বশেষ - সারাদেশ