বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রামদেবেরসহ ১৬টি ভারতীয় ওষুধ কোম্পানি নেপালে কালো তালিকাভুক্ত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২২ ৬:০৩ পূর্বাহ্ণ

১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার উৎপাদিত পণ্য নেপালে কালো তালিকাভুক্ত করা হলো। সেই তালিকায় রয়েছে রামদেবের দিব্যা ফার্মেসিও, যারা পতঞ্জলির নামে ওষুধ বিক্রি করছে। নেপালের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে এসব ভারতীয় সংস্থা। সেকারণে এগুলোকে কালো তালিকাভুক্ত করা হলো।

গত ১৮ ডিসেম্বর নেপালের ‘ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ দপ্তর এ মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয় তারা যেন দ্রুত ওষুধগুলো ফিরিয়ে নেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কালো তালিকাভুক্ত ভারতীয় সংস্থাগুলোর উৎপাদিত ওষুধ আমদানি বা বিতরণ করা যাবে না।

নেপালের প্রশাসন সূত্রে জানা গেছে, গত এপ্রিল ও জুলাইয়ে নেপালের একটি বিশেষজ্ঞ দল ভারত সফর করেন। ভারতের একাধিক ওষুধ সংস্থা নেপালে ওষুধ রপ্তানি করতে চায়। সেই দল ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোর কার্যক্রম খতিয়ে দেখেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠিক করে দেওয়া মানদণ্ড যথাযত ভাবে রক্ষিত হচ্ছে কিনা তা তারা অনুসন্ধান করেন। এরপরেই কালো তালিকা প্রকাশ করা হলো।

রামদেবের সংস্থা ছাড়াও কালো তালিকায় রয়েছে ভারতের র্যাডিয়েন্ট পেরেন্টেরালস লিমিটেড, মার্কারি ল্যাবরোটরিজ লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, জ়ি ল্যাবরেটরিজ, ক্যাডিলা হেল্থকেয়ার লিমিটেড, জিএলএস ফার্মা, আইপিসিএ ল্যাব ছাড়াও আরও একাধিক ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা।

একই ভাবে, নেপালের ওষুধ নিয়ন্ত্রক দপ্তর গত ১৯ ডিসেম্বর জারি করা অন্য একটি বিজ্ঞপ্তিতে ভারতের গ্লোবাল হেল্থকেয়ারের ৫০০ মিলি লিটার এবং ৫ লিটারের হ্যান্ড স্যানিটাইজার তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত