বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সিনেমায় নতুন জুটি হয়ে আসছেন ভাবনা-রোশান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২২ ৬:০৬ পূর্বাহ্ণ

ছোট ও বড়পর্দার অন্যতম প্রিয়মুখ আশনা হাবিব ভাবনা। এবার নতুন বছরে নিয়ে আসছেন এক বড় চমক। নির্মাতা রায়হান খানের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছবিতে তার নায়ক চিত্রনায়ক জিয়াউল রোশান। ভাবনা-রোশানের হাত ধরে নতুন বছরে নতুন জুটি পেতে যাচ্ছে ঢালিউড। এ ছবির নাম ‘এক্সকিউজ মি’। ২১ ডিসেম্বর মহরতের মাধ্যমে ঘোষণা আসবে নতুন সিনেমাটির।

পরিচালক নিশ্চিত করেছেন, ‘এক্সকিউজ মি’ সিনেমা দিয়ে জুটিবদ্ধ হতে যাচ্ছেন রোশান ও ভাবনা। এরই মধ্যে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন দুজন।

গল্পের কারণে এ সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন রোশান-ভাবনা। রোশান জানান, ‘গল্পটি দারুণ। রায়হান খানের কাজের প্রশংসা শুনেছি। ভাবনার সঙ্গে আগেও কাজ করার কথা ছিল, কিন্তু ব্যাটে-বলে না হওয়ায় হয়নি। এবার সেই সুযোগ হচ্ছে। আশা করছি, দর্শক ভালো কিছু পাবে।’

নির্মাতা রায়হান খানের সঙ্গে আগেও কাজ করেছেন ভাবনা। সেই অভিজ্ঞতা থেকে সিনেমাটি দারুণ কিছু হবে বলেই বিশ্বাস করেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘ছবির গল্পটা দারুণ। চরিত্রগুলোর মধ্যে চার্ম আছে। যেভাবে পরিকল্পনা করা হচ্ছে সেভাবে কাজটি শেষ হলে ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করছি।’

রায়হান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী ভাবনা বলেন, ‘রায়হান খানের সঙ্গে যখন নাটকে কাজ করতাম তখন থেকেই বলতেন, ‘ভাবনা তোকে নিয়ে আমি সিনেমা বানাব’। ফাইনালি উনি আমাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন- এটা আমার জন্য অনেক সম্মানের। আমি কৃতজ্ঞ রায়হান খানের প্রতি, তিনি আমাকে বলেছেন এবং সেটা বলাতেই সীমাবদ্ধ থাকেনি।’

সিনেমাটি প্রসঙ্গে রায়হান খান বলেন, ‘শক্তিশালী গল্প। এই গল্প সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই আমার সার্থকতা। প্রথমদিকে গল্প এক রকম ছিল, পরে কিছুটা পরিবর্তন করেছি। অভিনয়শিল্পীও সেভাবে নিয়েছি।’
‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় রোশানের অভিনয় দেখে তার দিকে নজর পড়ে রায়হান খানের। ভাবনার সঙ্গে রোশানকে মানাবে ভালো, এই চিন্তা থেকেই তাদের কাস্টিং করা। এমনটাও জানালেন নির্মাতা।

সবকিছু ঠিক থাকলে নতুন বছরে শুরু হবে এ সিনেমার শুটিং। আরও কারা অভিনয় করছেন- সেটি জানানো হবে মহরত অনুষ্ঠানে।

সর্বশেষ - সারাদেশ