বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করার প্রতিবাদে আফগানিস্তানের কাবুলের রাস্তায় প্রতিবাদ করেছেন নারীরা। বৃহস্পতিবার নারীদের ছোট একটি দল এ প্রতিবাদে অংশ নেয়। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তাঁরা।
তালেবান শাসিত আফগানিস্তানে মঙ্গলবার নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
আন্তর্জাতিক মহল বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।কাবুলের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছিলেন হিজাব ও মাস্ক পরে থাকা ২০ জনের বেশি নারী। হাত উঁচিয়ে মিছিলের মতো স্লোগান দিতে দিতে এগোন তাঁরা।
নারী পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। পরে দুজনকে ছেড়ে দেওয়া হলেও কয়েকজন পুলিশি হেফাজতে রয়ে গিয়েছিলেন।
প্রথমে ওই নারীরা কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েনের কারণে তাঁরা জায়গা পরিবর্তন করেন।
গত বছরের আগস্টে তালেবান বাহিনী আবার আফগানিস্তানের ক্ষমতা নেয়। তালেবান আগের মতো কঠোর থাকবে না বলে অঙ্গীকার করলেও তখন থেকে শিক্ষা, কর্মক্ষেত্র ও বিনোদনের স্থানসহ বিভিন্ন জায়গায় নারীর প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। তবে ক্রমে নারীদের প্রতিবাদ জানানোর ঘটনা বিরল হয়ে উঠেছে। এর আগে প্রতিবাদে অংশ নেওয়া নারীরা হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন।
তিন মাস আগেও আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ ছিল। অনেকে ভর্তি পরীক্ষায়ও অংশ নিয়েছিলেন। কর্তৃপক্ষের নতুন এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন তাঁদের অনেকেই।
প্রতিবাদে অংশ না নেওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াহিদ দুরানি মন্তব্য করেন, ‘আফগান নারীরা মৃত মানুষ…তাঁরা রক্ত ক্রন্দন করছেন। তারা (তালেবান) আমাদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করছে। আমার ভয়, হয়তো সামনে ঘোষণা আসবে ’নারীদের নিঃশ্বাস নেওয়াও মানা। ’ সূত্র : এএফপি