যশোরের বেনাপোল রাজাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারাল অস্ত্রের আঘাতে মিজানুর রহমান (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত মিজানুর রহমান বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের আল বাহারের ছেলে।
পুলিশ এ ঘটনায় অভিযুক্ত আাসামি সাইফুল ইসলামকে (৫০) আটক করেছে। আটক আসামি বেনাপোল খড়িডাঙা গ্রামের সন্তোষের ছেলে
বেনাপোলপোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, খড়িডাঙ্গা গ্রামের সাহেব আলীর জমি বর্গা চাষ করতেন ভিকটিম মিজানুর রহমান। ভিকটিমের বর্গা চাষকৃত জমির পাশেই আসামি সাইফুলের জমি। সেই জমি নিয়ে বিরোধের জেরে সাইফুল তাকে কুপিয়ে গুরুতর জখম করেন।
তিনি আরও জানান, গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মিজানুর রহমানকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।