‘বিএনপির জনপ্রিয় নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে’ বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক প্রতিবাদ সভায় তিনি এ দাবি করেন।
বুলু বলেন, সরকার সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতায় থেকে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার জনগণ জেগে উঠেছে। তাদের শেষ রক্ষা হবে না।
২০১৮ সালের ২৫ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় কেরানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে এই সভার আয়োজন করে ‘তারুণ্যের কণ্ঠস্বর’ নামক একটি সংগঠন।
সংগঠনের আহ্বায়ক মহীউদ্দীন ইসলাম সজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব কে জি সেলিমের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।
বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপির জনপ্রিয় নেতাদের ওপর হামলা পরিকল্পিতভাবে করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা, ১৭ সেপ্টেম্বর আমার ওপর কুমিল্লায় হামলা সেটাই প্রমাণ করে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রসঙ্গ টেনে বুলু বলেন, আওয়ামী লীগের কাউন্সিল থেকে একটা রায় এসেছে, তা হচ্ছে যারা ভোট চুরি করে তাদেরকে দেশের জনগণ পছন্দ করে না। এই কাউন্সিল থেকে একটা সত্য ঘটনা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছে।
এ সময় শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে সেই প্রশ্ন করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘বাংলাদেশ শুধুমাত্র ভোট চোর না, বাংলাদেশ দুর্বৃত্ত-ডাকাতের কবলে পড়েছে। এই ধরনের সরকার যদি কোনো দেশে থাকে, যারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে, স্বজনপ্রীতি করে, দুর্নীতিকে নীতিতে পরিণত করে, মানুষের অধিকার হরণ করে তখন ওই দেশের মানুষের ইমানি দায়িত্ব সরকারকে দেশ থেকে বের করে দেওয়া। এখন আমরা সেই ইমানি দায়িত্ব পালন করছি।’