রাজধানীর খিলগাঁও ও সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে রিকশা চোরচক্রের মূলহোতা কামাল হোসেন কমলসহ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা হলেন- কামাল হোসেন কমল (৩৫), রাশেদ (২৮), আলম হাওলাদার (৩৬), কাজল (৩৬), ফজলু (৩০) ও সাজু (২৫)।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। তিনি জানান, রাজধানীর খিলগাঁও ও সবুজবাগ থানা এলাকার বিভিন্ন গ্যারেজে অভিযান চালালো হয়। অভিযানে রিকশা-অটোরিকশা চোরচক্রের মূলহোতা কামাল হোসেন কমলসহ তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করে র্যাব-৩ এর একটি দল।
তিনি আরও জানান, এসময় তাদের কাছ থেকে ব্যাটারিচালিত ১৪ টি অটোরিকশা, অটোরিকশার ১৮ টি চার্জার ব্যাটারি, ৬টি মোবাইল ফোন, একটি চাবি ও নগদ ৩৭০ টাকা জব্দ করা হয়।