বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মধুখালীতে বাবা-ছেলের আত্মহত্যা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ

ফরিদপুরের মধুখালীতে স্ত্রীর পরকীয়ার কারণে বিষপানে মো. হান্নান শেখ (৪৫) ও তার দুই বছরের ছেলে আয়ানের মৃত্যু হয়েছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধুখালী পৌরসভার মেছড়দিয়া গ্রামের আকুব্বর শেখের বড় ছেলে হান্নান শেখ।

একাধিক সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর রাতে বাবা তার ছেলেকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। বিষয়টি আশেপাশের লোকজন বুঝতে পেরে শুক্রবার সকালে দুইজনকে অচেতন অবস্থায় মধুখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিলে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। ঢাকা নেওয়ার পথেই শিশু আয়ান মৃত্যু বরণ করে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার হান্নানকে তার নিজ বাড়িতে ফিরিয়ে আনা হলে গভীর রাতে হান্নান মৃত্যুবরণ করেন।

বুধবার সকালে খবর পেয়ে মধুখালী থানার পুলিশ এস আই সান্টু দেব এর নেতৃত্বে একটি প্রতিনিধি টিম ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে তদন্ত করছেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ - সারাদেশ