শুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

গণতন্ত্র মঞ্চের গণঅবস্থান কর্মসূচি ১১ জানুয়ারি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২২ ৭:৫৫ পূর্বাহ্ণ

আগামী ১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের উদ্যোগে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। গণতন্ত্র মঞ্চের নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) গণমিছিল শেষে কাকরাইল মোড়ে এক সমাপনী সভায় তিনি এই ঘোষণা দেন।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, আমরা শান্তিপূর্ণভাবে গণমিছিল শেষ করেছি। আগামী ১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি করবে। সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে গণমিছিল শুরু করে গণতন্ত্র মঞ্চ। গণমিছিলটি পুরানা পল্টন, বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক, জোনায়েদ সাকি, শহীদুল্লাহ কায়সার, রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ