নিহত জয় রাজ দাশের পকেটে থাকা পরিচয়পত্র অনুযায়ী তিনি রাঙ্গামাটি জেলার কাপ্তাইস্থ সুইডিস পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের অটোমোবাইল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার পিতা অমল দাশ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, ৩টি মোটরসাইকেল যোগে ৫ সদস্য বিশিষ্ট পর্যটক দলটি থানচি ভ্রমণে বের হয়। থানচির বিদ্যামনি পাড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝায় ট্রাকের সাথে জয় রাজ দাশের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগিতায় জয় রাজ দাশের মৃতদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে থানচি পুলিশ।বান্দরবান সদর হাসপাতাল সূত্রে জানানো হয়, হাসপাতালে আনার আগেই জয় রাজ দাশের মৃত্যু হয়।
বান্দরবান সদর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক কারিমুজ্জামান জানান, নিহত জয় রাজ দাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।