সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

২০২৩ সালে বিশ্ব অর্থনীতি কঠিন হতে পারে: আইএমএফ প্রধান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ২, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে দিয়ে বলেছে, বিদায়ী বছরের তুলনায় ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি ‘কঠিন’ হতে পারে। আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, বিশ্ব অর্থনীতির বেশিরভাগের জন্য এ বছর একটি ‘কঠিন বছর’ হতে পারে।

ইউক্রেন যুদ্ধ, করোনাভাইরাস মহামারির প্রভাবে ২০২২ সালে অস্থিরতার মধ্যে দিয়ে গেছে পুরো বিশ্ব। নতুন বছর সুন্দর আর সম্ভাবনাময় হবে, এমন আশায় বুক বেঁধেছেন অনেকে।

তবে এ বছর আরো কঠিন হতে পারে বলে ধারণা করেছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।সিবিএস নিউজের ফেস দ্য নেশনে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা ধীরগতির হওয়ায় গত বছরের তুলনায় ২০২৩ সাল ‘আরো কঠিন’ হতে যাচ্ছে।

আইএমএফের শীর্ষ কর্মকর্তা আরো বলেন, যেসব দেশ সংকটে নেই, সেসব দেশেও লাখ লাখ মানুষ মন্দার মতো পরিস্থিতির মুখে পড়তে পারে।

২০২৩ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের শুরুটাও কঠিন হবে বলে সতর্ক করেছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক জর্জিয়েভা। চীন এবং ওই অঞ্চলে বৈশ্বিক প্রবৃদ্ধিতে প্রভাব হবে নেতিবাচক।
সূত্র: গার্ডিয়ান

সর্বশেষ - সারাদেশ