বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আমার ভাইকে কিনতে পারেননি: প্রিয়াংকা গান্ধী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৩ ৯:২০ পূর্বাহ্ণ

কংগ্রেসের উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী বলেছেন, আদানিজি, আম্বানিজি বড় বড় নেতাদের কিনে নিয়েছেন। দেশের সব সরকারি সংস্থা কিনে নিয়েছেন। দেশের সংবাদমাধ্যমও কিনে নিয়েছেন। কিন্তু আমার ভাইকে কিনতে পারেননি, পারবেনও না। ওর জন্য গর্ব হয়।

ভারত জোড়ো যাত্রার ১০৯তম দিনে গাজিয়াবাদের মঞ্চে এসব কথা বলেন তিনি।

প্রিয়াংকা গান্ধী বলেন, সরকার রাহুলের ভাবমূর্তি খারাপ করতে ক্ষমতার পূর্ণশক্তি কাজে লাগিয়েছে। কিন্তু ও সত্য থেকে সরে আসেনি। এজেন্সিকে নামিয়ে দেওয়া হয়েছিল। তাতেও ভয় পায়নি। ও যোদ্ধা।

তিনি বলেন, রাহুল ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খোলার কথা বলেছিল। দেশবাসীকে আর্জি— প্রত্যেক জেলা, গ্রাম, অলিগলিতে ‘মহব্বত’-এর এই দোকানের ফ্র্যাঞ্চাইজি খুলুন। কারণ তা না হলে জনতাকে বিচ্ছিন্ন করার রাজনীতি বাড়তে থাকলে, আপনাদের সমস্যার সমাধান কোনো দিন হবে না। চাকরি হবে না। অর্থব্যবস্থা মজবুত হবে না। মূল্যবৃদ্ধি কমবে না। ভারত জড়ো যাত্রা জোড়ার কথা বলছে। কারণ দেশ একজোট হলে তবেই আপনারা সরকারের কাছে নিজেদের অধিকার চাইতে পারবেন। যতদিন আপনারা বিচ্ছিন্ন থাকবেন, আপনাদের নজরও থাকবে আলাদা আলাদা বিষয়ে।

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল এখন কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা করছেন। এ প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, একজন আমাকে জিজ্ঞাসা করছিলেন, ‘আপনার ভাইয়ের শীত করে না? ছোট একটা টি-শার্ট পরে এই ঠাণ্ডায় চলেছে! জানতে চেয়েছেন, ও কাশ্মীরে যাবে, ওর নিরাপত্তা নিয়ে (আমাদের) ভয় করছে না? আমি বলেছি— ‘ও সত্যের কবচ পরে চলছে। ভগবান ওকে সুরক্ষিত রাখবেন।’

 

সর্বশেষ - সারাদেশ