ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর গ্রাম থেকে চুরি হওয়া একটি সিএনজি নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত চোর চক্রের অন্যতম সদস্য জসিম উদ্দিনকে (২৫) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে নরসিংদী টু শিবপুর হাইওয়ে সড়কের পূর্ব পাশে রাজুর গ্যারেজের সামনে থেকে ফুলপুর থানার এসআই মোফাখখির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৯ মে উপজেলার হরিরামপুর গ্রামের ওসমান আলীর ছেলে মো. শফিকুল ইসলাম মমিন প্রায় ৬ লাখ টাকায় কিস্তিতে একটি সিএনজি কিনেন। পরে ২ জানুয়ারি রাত আনুমানিক ১টার সময় তার বাড়ির সামনে সিএনজিটি রেখে বসতঘরে ঘুমিয়ে পড়েন। সকাল ৭টায় ঘুম থেকে ওঠে সিএনজিটি আর পাওয়া যায়নি। পরে মমিন বাদি হয়ে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ওসি আব্দুল্লাহ আল মামুন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ও সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদারের দিক নির্দেশনায় এসআই মোফাখখির উদ্দিনকে দায়িত্ব দেন। এসআই মোফাখখির সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে মাত্র ২৪ ঘন্টার মধ্যে সিএনজির অবস্থান জেনে আসামী জসিমকে সনাক্ত ও গ্রেফতার করেন। জসিম নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া গ্রামের কলার আব্দুল হামিদ ও হাওয়া বেগমের পুত্র। এ বিষয়ে জানতে চাইলে ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আসামী জসিমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আর সিএনজিটি ফুলপুর থানার জিম্মায় রয়েছে।