নৌ পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় ট্রলার, বাল্কহেডসহ বিভিন্ন নৌযান থেকে মিজান শরীফকে চাঁদা তুলতে দেখে নৌ পুলিশ। পরে উপপরিদর্শক মো. রুহুল আমিনের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিজানকে আটক করে। এ সময় তাঁর সহযোগী সাগর হাওলাদারকেও আটক করা হয়। চক্রটি ট্রলারযোগে পদ্মার বিভিন্ন নৌযান থেকে চাঁদা তুলত। পরে তাঁদের বিরুদ্ধে মামলার পর শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।
শিবচরের চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহানুর আলী বলেন, দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজি করছিল একটি চক্র। দুপুরে স্পিডবোটযোগে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে মিজানের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।