রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

অটোরিকশার ধাক্কায় আহত হওয়ার ১৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৩ ৮:০৪ পূর্বাহ্ণ

জাহানারার ছেলে আমজাদ হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি গত ১৯ ডিসেম্বর সকালে ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। রাঙ্গুনিয়া থানা সদর এলাকায় হেঁটে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পারাপারের সময় একটি অটোরিকশা জাহানারাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে জাহানারা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে উন্নত চিকিৎসার জন্য জাহানারাকে তৎক্ষণাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর পর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব মিলকী বলেন, ওই বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে কোনো অভিযোগ নেই। তাই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - সারাদেশ